কংগ্রেসের নেতারা কোথা হতে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন?
নোট
কংগ্রেসের নেতারা কলকাতা হতে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন।
প্রথম দিকে জাতীয় কংগ্রেস ছিল ক্ষুদ্র এক প্রতিষ্ঠান। এদের আন্দোলন পদ্ধতি ছিল সংশয়দীর্ণ ও নরমপন্থী। তাসত্ত্বেও বলতে হয়, জাতীয় কংগ্রেসের হাত ধরেই সংগঠিতভাবে নিয়মিত ব্রিটিশবিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে। কংগ্রেসের নেতৃবর্গ ব্রিটিশ সরকারের 'সৌজন্যবোধ ও মহত্বে' ভরসা রাখতেন। তাই তাঁদের রাজনীতি চলত আবেদন-নিবেদনের নীতিতে। কংগ্রেসের নেতারা কলকাতা হতে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন।