ওপেক ত্যাগকারী দেশ কোনটি?
নোট
ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ওপেক গঠিত হয়। ২০১৬ এর জুন পর্যন্ত ওপেক এর সদস্য ১৩টি দেশ - আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, ইন্দোনেশিয়া্, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, আরব আমিরাত এবং ভেনিজুয়েলা। এর মধ্যে ইকুয়েডর (১৯৭৩-১৯৯২, ২০০৭), ইন্দোনেশিয়া (১৯৬২-২০০৮, ২০১৬) ও গাবন (১৯৬২-১৯৯৪, ২০১৬) সদস্যপদ ত্যাগ করে আবার যোগ দেয়। তাই ২০১৬ এর জুলাই পর্যন্ত ওপেক এর সদস্য ১৪টি দেশ।
সূত্রঃ উইকিপিডিয়া, Wikiwand