ঐতিহাসিক “পানিপথ” নামক স্থানটি কোন নদীর তীরে অবস্থিত?
নোট
দিল্লির অদূরে অর্থাৎ ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা নামক স্থানে (দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে) পানিপথ অবস্থিত।
পানিপথের ১ম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে বাবর ও ইব্রাহীম লোদীর মধ্যে।
পানিপথের ২য় যুদ্ধ সংঘটিত হয় ১৫৫৬ সালে আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর মধ্যে।
পানিপথের ৩য় যুদ্ধ সংঘটিত হয় ১৭৬১ সালে আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে।