নোট
ঐতিহাসিকরা আরব জাতিকে দুই ভাগে বিভক্ত করে থাকেন। ১) আরবে আরিবা, এবং ২) আরবে মুসতারিবা
১) আরবে আরিবা: আরবে আরিবা কাহতানের সন্তানাদি । তাদের মাতৃভূমি ছিল ইয়ামেন । কাহতানি আরবরা পরবর্তী সময়ে সময়ে দুই শাখায় ভাগ হয়ে যায় । এরা হলো সাবা'র সন্তানাদি কাহলান এবং হিমায়ার । আর তারাই যেহেতু আরব-উপদ্বীপে সর্বপ্রথম আরবি-ভাষায় কথা বলেছিল, এ-জন্য তাদের বলা হয় আরবে আরিবা।
২) আরবে মুসতারিবা: আরবে মুসতারিবা হলো আদনানের সন্তানাদি । যাদের বংশ পরিক্রমা মিলিত হয় নবী ইসমাইল (আঃ) এর সাথে । ইসমাইল (আঃ) কথা বলতেন সুরিয়ানি ভাষায় । সুরিয়ানি ছিলো তার পিতা ইব্রাহিম (আঃ) এর ভাষা । একপর্যায়ে ইব্রাহিম (আঃ) এর পুত্র ইসমাইলসহ মক্কায় আসেন । কাহতানি বংশোদ্ভূত জুরহুম গোত্রের কিছু মানুষের সঙ্গে বাইতুল্লাহর পাশে বসবাস করতে থাকেন। পরে তাদের এক নারীকে বিয়ে করেন। এ-সময়ে তিনি নিজে আরবি-ভাষা শেখার পাশাপাশি সন্তানদেরকেও শেখান; এ-জন্য তাদের বলা হয় আরবে মুসতারিবা।