এ যাবৎ বাংলাদেশে কয়টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে?
নোট
১ম শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ২৬ জুলাই, ১৯৭২ - সভাপতিঃ ড. কুদরত-ই-খুদা
২য় শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ৫ আগষ্ট, ১৯৭৮ - সভাপতিঃ কাজী জাফর আহমেদ (পরবর্তীতে আবদুল বাতেন)
৩য় শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ১৯৮৩ - সভাপতিঃ ড. মজিদ খান
৪র্থ শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ২৩ এপ্রিল, ১৯৮৭ - সভাপতিঃ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ
৫ম শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ১৯৯৭ - সভাপতিঃ প্রফেসর এম শামসুল হক
৬ষ্ঠ শিক্ষা কমিশন - গঠিত হয়ঃ ২০০৩ - সভাপতিঃ অধ্যাপক মনিরুজ্জামান মিঞা
Md. Mahfuzul Alam
আমি ও কিছু লিখতে চাই।
Abdul Alim
এডমিন বরাবর মেইল করুন।