আবিদ তার দোকানের ভাড়া প্রদান করতে চান। এজন্য তিনি কোন ধরনের মূলধন ব্যবহার করবেন?
নোট
প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রয়োজন পূরণার্থে, প্রতিষ্ঠান পরিচালনায়,প্রতিষ্ঠান চালু রাখতে মূলধনের যে অংশ ব্যয় করা হয় তাকে চলতি মূলধন বলে। অন্যভাবেবলা যায়,ব্যবসায়ের চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে যে সম্পত্তি থাকে তাকে চলতি মূলধন বলে।
যেহেতু আবিদ দোকান ভাড়া প্রদান করবে এর ফলে প্রতিষ্ঠান চালু রাখার জন্য তাকে অবশ্যই মূলধনের একটি অংশ ব্যবহার করতে হবে। আর মুলধনের যে অংশটি ব্যবহার করবেন সেটি হল চলতি মূলধন। কারন চলতি মূলধন প্রতিষ্ঠান চালু রাখার জন্য ব্যবহার করা হয়।