একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের ব্যবধান কত ঘন্টা?
নোট
একই দ্রাঘিমায় ১৮০° তে সময়ের ব্যবধান ২৪ ঘন্টা।
যেহেতু প্রতি ১° এর জন্য ৪ মিনিট সেহেতু ১৮০° এর জন্য - (১৮০*৪=৭২০মিনিট) অর্থাৎ ১২ ঘণ্টার পার্থক্য। এভাবে, পূর্ব ও পশ্চিম দিকে ২৪ ঘণ্টার ব্যবধান হয়। পূর্ব দিকে গেলে ১২ ঘণ্টা বাড়ে এবং পশ্চিম দিকে গেলে ১২ ঘণ্টা কমে।