উমাইয়াদের মধ্য হতে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
নোট
বিখ্যাত সাহাবী মুয়াবিয়া (রাঃ)-কে উমাইয়া-খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়; তিনিই ছিলেন উমাইয়াদের মধ্য হতে ইসলামের প্রথম খলিফা।
মক্কায় হিজরতের ১৫ বছর পূর্বে তার জন্ম। মক্কায় বিজয়ের দিন তিনি, তার পিতা ও ভাই, তার মা হিন্দ এবং অবশিষ্ট উমাইয়ারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। যদিও ইসলাম গ্রহণে অগ্রগামিতার মর্যাদা এবং রাসূলের সহযোগিতায় তারা হাশেমি পরিবারের সমপর্যায়ের ছিলেন না। মুয়াবিয়া (রাঃ) ফিলিস্তিন বিজয়াভিযানে অংশ নেন।
সোর্সঃ ইসলামের ইতিহাস - নববী যুগ থেকে বর্তমান: পৃষ্ঠা-১১৯।