উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযপগ চালু করেন কে?
নোট
উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযপগ চালু করেন লর্ড ডালহৌসি।
ডালহৌসীর সময়ে ঔপনিবেশিক রাজ্যের বেশ কিছু সংস্কার সাধন করা হয়। তিনি কলকাতার সচিবালয় পুনরায় সংগঠিত করেন এবং গভর্নর জেনারেলের প্রশাসনিক গুরুভার মোচন করতে বাংলার জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন। তিনি ভারতের রেল ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে প্রধান রেল লাইনসমূহ স্থাপন করেন।