উপমহাদেশে সমবায় আন্দোলন কত সালে শুরু হয়?
নোট
১৮৯৫ সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত ঘটে। ফ্রেডারিক নিকলসন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত করেন। আর ১৯০৪ সালে এই উপমহাদেশে প্রথম সমবায় আইন জারি করা হয়। এই সমবায় আইন জারি করেন - Lord Karzon।