উপকরণ ভূমি শ্রম ও মূলধনের সমন্বয় গঠনের কাজকে কী বলে ?
নোট
উপকরণ ভূমি শ্রম ও মূলধনের সমন্বয় গঠনের কাজকে সংগঠন বলে। অপরদিকে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। এই সংগঠন কোনো ব্যবসায়ে নিয়োজিত থাকলে তাকে ব্যবসায় সংগঠন বলে।