মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
উদ্দীপকে কোন ধরনের ভূল সংঘটিত হয়েছে?
নোট
মুলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয়কে মুলধন জাতীয় আয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করার ভুলকে নীতিগত ভুল বলে। যেমন: সম্পত্তির সংস্থাপন ব্যায়কে সম্পত্তির সাথে যোগ না করে মজুরি বা মেরামত খরচে লেখা হলে তা একটি নীতিগত ভুল হিসেবে গন্য হবে।
উদ্দীপকে নীতিগত ভূল সংঘটিত হয়েছে। কারন, মীম এন্টারপ্রাইজ ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে যা মূলধনজাতীয় লেনদেন কিন্তু তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে অর্থাৎ মুনাফাজাতীয় হিসাবে লিপিবদ্ধ করেছে।