“উচ্ছিন্ন” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
নোট
উচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ "উৎ + ছিন্ন"। ল, চ ও ট বর্গের আগে ত-বর্গের কোনো বর্ণ থাকলে, ত-বর্গের জায়গায় পররূপ অর্থাৎ পরে যে-বর্ণ থাকে সেই বর্ণ হয় এবং পূর্ববর্তী দ্বিতীয় বর্ণের জায়গায় প্রথম ও চতুর্থ বর্ণের জায়গায় তৃতীয় বর্ণ হয়। উৎ + ছিন্ন = "উচ্ছিন্ন" (পূর্ববর্তী ছ-এর জায়গায় চ)।