উইকিপিডিয়া (Wikipedia) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
উইকিপিডিয়া (Wikipedia) একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ। উইকিপিডিয়া একটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত, আয়োজিত এবং পরিচালিত। ২০০১ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখে জিমি ওয়েলস (জন্মঃ ১৯৬৬) এবং ল্যারি স্যাঙ্গার (জন্মঃ ১৯৬৮) উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে উইকিপিডিয়ার নাম তৈরি করেন, উইকি এবং বিশ্বকোষ। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন স্বীকৃতি দেয় যে, উইকিপিডিয়া বিশ্বব্যাপী লাখ-লাখ মানুষের অংশগ্রহণে অনলাইন সহযোগিতা ও মিথিস্ক্রিয়া দ্রুত বৃদ্ধি পাচ্ছে।