ইয়াহু (Yahoo) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
ইয়াহু বা ইয়াহু!ইঙ্ক (ইংরেজিঃ Yahoo! inc.) একটি বৃহৎ ইন্টারনেট ভিত্তিক বানিজ্য প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের জানুয়ারি মাসে ডেবিভ ফিলো (জন্মঃ ১৯৬৬) ও জেরি ইয়াং (জন্মঃ ১৯৬৮) ইয়াহু প্রতিষ্ঠা করেন। ইয়াহু চালু হবার পরে ১৯৯৫ সালের ১লা মার্চ ইয়াহু ইনকর্পোরেটেড হয়। ইয়াহুর রয়েছে ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, ইয়াহু ডিকশনারী, ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু গ্রুপ, ইয়াহু এন্সার, অনলাইন ম্যাপ, ইয়াহু ভিডিও, সোশ্যাল মিডিয়া সেবা ইত্যাদি। ইয়াহু দাবি করে, প্রতি মাসে প্রায় ৫ কোটি মানুষ ৩০ টি ভাষায় ইয়াহু ব্যবহার করে।