ইসরায়েলের মুদ্রার নাম কি?
নোট
ইসরায়েলি শেকেল বা নতুন শেকেল ( ব্যাংক কোডঃ ILS , মুদ্রার প্রতীকঃ ₪) হল, ইসরায়েলের মুদ্রা। শেকেল এর ভগ্নাংশ হল, আগোরা যার মূল্যমান ₪ ১ এর ১০০ ভাগের ১ ভাগ । ইসরায়েলি শেকেল এর ব্যবহার ইসরায়েল ছাড়াও ওয়েস্ট ব্যাংক ও গাজা ভূখন্ডতেও হয়। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল, ব্যাংক অব ইসরায়েল।