ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দূর্গ স্থাপন করে কত সালে?
নোট
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ১৬৯৮ সালে ফোর্ট উইলিয়াম দূর্গ স্থাপন করে সালে।
১৬৯৬ সালে শৈাভ সিংহ এই বিদ্রোহ কোম্পানিকে কলকাতা বসতির নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুযোগ করে দেয়। বাংলার সুবেদার এর সামরিক তাৎপর্য অনুধাবন না করেই কোম্পানিকে প্রতিরক্ষা ব্যবস্থার অনুমতি প্রদান করেন। কলকাতা, সুতানটি ও গোবিন্দপুরের জমিদারি ক্রয় করার মাধ্যমে কোম্পানির এর প্রভাব বিস্তারের পরবর্তী ধাপের সূচনা করে এবং এর ফলে নীরবে বাংলায় কোম্পানির একটি শক্তির ভিত্তি রচিত হয়। ১৬৯৮ সালে কোম্পানির প্রতিদ্বন্দ্বী অপর একটি কোম্পানি গঠিত হয়। এটি ‘General Society Trading to the East Indies’ নামে সংসদীয় ভাবে অঙ্গীভূত হয়। এ ঘটনা সমূহের পথ ধরেই কলকাতায় ফোর্ট উইলিয়ম দুর্গ স্থাপিত হয় এবং ১৭০০ সালে এটি একটি স্বাধীন প্রেসিডেন্সিতে রূপান্তরিত হয়।