ইলেক্ট্রন কে আবিষ্কার করেন?
নোট
জে.জে.টমসন (১৮৫৬-১৯৪০) ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী। ১৮৯৭ সালে ইলেকট্রন যে একটি উপআনবিক কণিকা তা সর্বপ্রথম ব্রিট্রিশ বিজ্ঞানী জে. জে. টমসন আবিষ্কার করেন। ক্যাথোড রশ্মি নল নিয়ে গবেষণা করার সময় জে. জে. টমসন এই আবিষ্কার করেন। আর তাই জে. জে. টমসনকে ইলেকট্রনের আবিষ্কারক বলা হয়। এছাড়াও জে. জে. টমসন আইসোটোপ, ভর বর্ণালীবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই সকল আবিষ্কারের জন্য জে. জে. টমসন ১৯০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।