ইলেকট্রিক টেলিগ্রাফ কে আবিষ্কার করেন?
নোট
স্যামুয়েল মোর্স (১৭৯১-১৮৭২) ছিলেন একজন মার্কিন উদ্ভাবক ও চিত্রশিল্পী ছিলেন। স্যামুয়েল মোর্স ইউরোপীয় টেলিগ্রাফ ব্যবস্থার উপর ভিত্তি করে এক তার বিশিষ্ট টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভাবন করেন। স্যামুয়েল মোর্সের হাত ধরেই টেলিগ্রাফ ব্যবহারের প্রসার ঘটে। স্যামুয়েল মোর্স ১৮৪০ সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ যোগাযোগের জন্য প্রথম একটি কোড তৈরি করেন। যাকে মোর্স কোড বলা হয়। স্যামুয়েল মোর্সের নামে মোর্স কোড নামকরণ করা হয়। আর তাই স্যামুয়েল মোর্সকে বৈদ্যুতিক টেলিগ্রাফের জনক বলা হয়।