ইউরেনাসের আবহমন্ডলে কোন গ্যাসের পরিমাণ অধিক?
নোট
ইউরেনাসের আবহমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক।
ইউরেনাসের অভ্যন্তরে কেন্দ্রে রয়েছে সিলিকেট, লৌহ ও নিকেল মিশ্রিত পিণ্ড, এর ব্যাপ্তী ২২,০০০ কিলোমিটার। এরপর ১০,০০০ কিলোমিটার জুড়ে রয়েছে বরফের আবরণ। এরপর রয়েছে ৫,০০০ কিলোমিটার জুড়ে হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেনের গ্যাসীয় বলয়।