ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ওড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
নোট
পলাশী যুদ্ধের পর থেকে ইংরেজরা আড়ালে থেকে ধীরে ধীরে বাংলার ক্ষমতা গ্রাস করছিল। এলাহাবাদ চুক্তির মাধ্যমে রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাবকে ৫০ লাখ টাকার বিনিময়ে অযোধ্যা ফিরিয়ে দেন। এলাহাবাদ ও কারা জেলা অযোধ্যা থেকে বিচ্ছিন্ন করে তা সম্রাট দ্বিতীয় শাহ আলমকে দিয়ে দেন। অন্যদিকে কোম্পানি সম্রাটকে বার্ষিক ২৬লাখ টাকা দেয়ার বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যা রাজস্ব আদায়ের অধিকার স্থায়ীভাবে লাভ করে। বাংলার শাসনকার্য চালানোর জন্য কোম্পানি নবাবকে ৫৩লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। এভাবে কোম্পানি বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ন দায়িত্ব অর্থাৎ দেওয়ানি লাভ করে।