ইংরেজরা সিরাজের বিরুদ্ধে কাকে সমর্থন জানায়?
নোট
ইংরেজরা সিরাজের বিরুদ্ধে শওকত জঙ্গকে সমর্থন জানায়।
শওকত জঙ্গ নিঃসন্দেহে ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী সিরাজউদ্দৌলার চেয়ে অনেক বেশি সাহসী এবং প্রকাশ্য যুদ্ধে অবলীলায় তিনি মৃত্যুবরণ করেন। তাই ইংরেজরা সিরাজের বিরুদ্ধে শওকত জঙ্গকে সমর্থন জানায়। কিন্তু তাঁর খেয়ালিপনা ও কান্ডজ্ঞানহীন একগুয়েমীর কারণে তাঁর কতিপয় অনুগত ও দক্ষ সেনানায়করাও তাঁর জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারেন নি।