ইংরেজদের নিকট আশ্রয়গ্রহণকারী কৃষ্ণদাসের পিতার নাম কী?
নোট
ইংরেজদের নিকট আশ্রয়গ্রহণকারী কৃষ্ণদাসের পিতার নাম হলো রাজবল্লভ।
রাজবল্লভ, রাজা বাংলার দীউয়ান ও মুঙ্গেরের ফৌজদার। জাতিতে একজন বৈদ্য। তিনি ১৭১৭ খ্রিস্টাব্দে কানুনগো বিভাগে একজন মুহাররির (কোষাধ্যক্ষ) হিসেবে কর্মজীবন শুরু করেন। ঐ ক্ষুদ্র সরকারি অবস্থান থেকে তিনি মুগলদের অধীনে চাকরিতে দ্রুত উন্নতিসাধন করে মহারাজা খেতাব পেয়ে ঢাকার দীউয়ান হন (১৭৫৬-৫৭)। পরবর্তীকালে তিনি মুঙ্গের-এর ফৌজদারের পদ লাভ করেন। তাঁর পিতা কৃষ্ণজীবনও নওয়ারা মহলের (নৌ-বিভাগ) একজন মুহাররির এবং পরবর্তীকালে একজন মজুমদার ছিলেন।