ইংরেজগণ ভারতবর্ষে প্রথম কোন সম্রাটের দরবারে উপস্থিত হন?
নোট
ইংরেজগণ ভারতবর্ষে প্রথম সম্রাট আকবর দরবারে উপস্থিত হন।
আকবর পিতা হুমায়ুনের আকস্মিক মৃত্যুর পর মাত্র চৌদ্দ বছর বয়সে ১৫৫৬ খ্রিস্টাব্দে মুগল সিংহাসনে আরোহণ করেন। একজন বিজয়ী বীর, প্রশাসক ও শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে কৃতিত্বপূর্ণ কাজের জন্য মহামতি আকবর তাঁর সমসাময়িক বিখ্যাত শাসকদের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তার আমলে ইংরেজগণ ভারতবর্ষে প্রথম কোনো সম্রাটের দরবারে আসে।