ইংরেজগণ কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়?
নোট
ইংরেজগণ সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়।
সুরাট ভারতীয় রাজ্য গুজরাতের দ্বিতীয় বৃহত্তম নগরী। এটি বৃহৎ সমুদ্রবন্দর হিসাবে ব্যবহৃত হত এবং এখন হীরা কাটা এবং পোলিশিংয়ের কেন্দ্রের জন্যে বিখ্যাত। এটি ভারতের অষ্টম বৃহত্তম শহর এবং নবম বৃহত্তম মহানগর। এটি সুরত জেলার প্রশাসনিক কেন্দ্র। শহরটি রাজ্যের রাজধানী, গান্ধিনগর থেকে ২৮৪ কিলোমিটার (১৭৬ মাইল) দক্ষিণে অবস্থিত; আহমেদাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার (১৬৫ মাইল) দক্ষিণে এবং মুম্বইয়ের ২৮৯ কিলোমিটার (১৮০ মাইল) উত্তরে অবস্থিত। শহরের কেন্দ্রটি আরব সাগরের নিকটবর্তী তাপ্তি নদীর তীরে অবস্থিত।