নোট
সূত্রঃ List of sovereign states and dependencies by area (Wikipedia)
১৯৮৫ সালে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা জোট। শুরুতে এই জোট দক্ষিণ এশীয় সাতটি রাষ্ট্র বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত হয়। ২০০৭ সালে ১৪ তম শীর্ষ সার্কসম্মেলনে আফগানিস্তানকে সার্কের সদস্য করা হয়।
১৯৮০ সালে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্রের সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের ধারণা দেন। অবশেষে ১৯৮৫ সালে ঢাকা শীর্ষসম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠিত হয়। এই সম্মেলনে ঢাকা ঘোষণার দ্বারা একটি নির্দিষ্ট ম্যানিফেস্টেশনের মাধ্যমে সার্ক নেতৃবৃন্দ আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে এবং নিজেদের মধ্যে সাদৃশ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বন্ধুত্ব আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যৌথ উদ্যোগ গ্রহণে দৃঢ় সংকল্পবদ্ধ হয়।
সার্ক সনদের ৩ অনুচ্ছেদ অনুযায়ী সার্কভূক্ত দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের ‘বছরে একবার বা সদস্য রাষ্ট্রসমূহ প্রয়োজন মনে করলে যেকোন সময়ে সার্ক বৈঠকের আয়োজন করতে পারে’। যদিও এ পর্যন্ত বিভিন্ন কারণে প্রতিবছর সার্কের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয় নি। প্রকৃতপক্ষে বিগত ২৫ বছরে ১৯৮৫-২০১৩ সাল পর্যন্ত সময়ে সার্কের ১৮ টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও জানতে উইকিপিডিয়া (ইংরেজী), উইকিপিডিয়া (বাংলা), বাংলাপিডিয়া