আহ্নিক গতির বেগ প্রায় কোথায় শেষ হয়ে যায়?
নোট
আহ্নিক গতির বেগ প্রায় দুই মেরুতে শেষ হয়ে যায়।
উত্তর মেরু পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত বিন্দু। এর অন্য নাম সুমেরু বা ভৌগোলিক উত্তর মেরু। পৃথিবীর দক্ষিণ ভাগে অবস্থিত যে স্থানে পৃথিবীর আহ্নিক গতির অক্ষ ভূপৃষ্ঠকে ছেদ করে, সেই স্থান হল পৃথিবীর দক্ষিণ মেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু।