আল্পস কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
নোট
- আল্পস প্রক্রিয়ায় গঠিত হয়েছে পাললিক শিলায় ভাঁজ পড়ে।
আল্পস পর্বতমালা অবস্থিত পর্বতমালাদের অন্যতম। আল্পস পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড, লিশ্টেনশ্টাইন হয়ে জার্মানি থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত। আল্পস্ পর্বতমালার সবচেয়ে উচ্চতম পর্বত ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত মোঁ ব্লঁ, যার উচ্চতা ৪৮০৮ মিটার।