আলীগড় আন্দোলন সংঘঠিত হয়েছিল কোথায়?
নোট
আলীগড় আন্দোলন সংঘঠিত হয়েছিল আলীগড়।
ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে সমগ্র ভারত জুড়ে যে ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনের ঢেউ ওঠে তা ভারতের মুসলমান সমাজের ওপরও আছড়ে পড়ে । সৈয়দ আহমেদ সমাজে পিছিয়ে পড়া মুসলমানদের সার্বিক উন্নয়ন ঘটানাের জন্য ভারতের উত্তর প্রদেশে আলীগড় নামক স্থানে যে সংস্কার আন্দোলন পরিচালনা করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত ।