আরেসিবো বার্তা কি?
নোট
আরেসিবো বার্তা মানব সভ্যতা ও পৃথিবীর উপর মৌলিক কিছু তথ্য বহনকারী আন্তঃনাক্ষত্রিক বেতার বার্তা যা ১৯৭৪ সালে গোলকাকৃতি নক্ষত্র স্তবক এম১৩-কে লক্ষ্য করে প্রেরণ করা হয়। পৃথিবী বহিঃস্থিত কোন বুদ্ধিমান সত্তা এই বার্তাটিকে গ্রহণ করতে পারে এবং এর ভেতরের বিষয়বস্তু অনুধাবন করতে পারে, সেই উদ্দেশ্যে বার্তাটি পাঠানো হয়। ১৯৭৪ সালের ১৬ই নভেম্বর তারিখে পুয়ের্তো রিকোর আরেসিবো মানমন্দিরের বেতার নভোদূরবীক্ষণ যন্ত্রের পুনঃনকশাকরণ প্রক্রিয়াটি উদযাপন উপলক্ষে আয়োজিত একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই বার্তাটিকে পরিবর্তনশীল কম্পাঙ্কের বেতার তরঙ্গের মাধ্যমে একবারের জন্য মহাশূন্যে সম্প্রচার করা হয়।