আমার যাওয়া হবে না – এটি কোন বাচ্য?
নোট
বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
যেমনঃ ১. আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) ২. আমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)