‘আমার বর্ণমালা’ নতুন বাংলা ফন্ট কবে চালু হয়?
নোট
বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলা ইউনিকোড ফন্ট 'আমার বর্ণমালা' তৈরি হয়েছে। ২০১৩ সালের ২১ শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে এই 'আমার বর্ণমালা' বাংলা ইউনিকোড ফন্ট প্রকাশিত হয়। বাংলা ইউনিকোড ফন্ট 'আমার বাংলা' এর প্রথম ফন্টের নাম ছিল, শাপলা। 'আমার বাংলা' ফন্টটি তৈরিতে যৌথভাবে কাজ করেছে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন শাখা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনিফরমেশন।