আবু বকর (রাঃ) উসামা বিন যায়েদের কাধেঁ কত হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে তাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান?
নোট
আবু বকর (রাঃ) উসামা বিন যায়েদের কাধেঁ ৫ হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে তাকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান।
সিরিয়ার গাসসানি আরবরা উসামা বিন যায়েদের পিতাকে হত্যা করেছিলো। ফলে তাদের উচিত শিক্ষা দিতে তাদের বিরুদ্ধে এই যুদ্ধের প্রস্তুতি রাসূল (সাঃ) তার ওফাতের পূর্বেই দিয়ে গিয়েছিলেন। উসামা (রাঃ) নেতৃত্বে এই বাহিনী শমে গমন করে এবং মুতার নিকটবর্তী বালকা নামক স্থানে রোমানদের সঙ্গে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয়। মুসলমানরা এসব বিজয় লাভ করে দীর্ঘ ৪০ দিন পর প্রচুর মূল্যবান গনিমত নিয়ে মদীনায় ফিরে আসে। এই যুদ্ধ তৎকালীন বড় বড় যুদ্ধ-বিজয়ে ভূমিকা হিসেবে কাজ করে।