আন্দুলিয়া গ্রামের নিম্নবিত্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়তে চায়। এক্ষেত্রে সংগঠনটির প্রকৃতি হবে কোনটি?
নোট
আন্দুলিয়া গ্রামের নিম্নবিত্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়তে চায়। এক্ষেত্রে সংগঠনটি সমবায় সংগঠন হবে। কারন, সমবায় এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। বাংলাদেশের ২০০১ সালে প্রণীত সমবায় আইন/২০০১ (সংশোধিত/২০০২,সংশোধিত/২০১৩)-এর ১৪ ধারা অনুযায়ী সমবায় সমিতিগুলো স্বতন্ত্র আইনগত ভিত্তি রয়েছে, এবং এটি একটি সংবিধিদ্ধ সংস্থা (Body Coorporate)। এছাড়াও গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩-এর (খ)-৭ অনুচ্ছেদে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে