নোট
ACCA - Association of Chartered Certified Accountants
এসোসিয়েশন অফ চার্টাড সার্টিফাইড একাউনটেন্টস সংক্ষেপে এসিসিএ পেশাদার হিসাবরক্ষণকারীদের একটি আর্ন্তজাতিক সংস্হা যার প্রশাসনিক সদর দপ্তর য়ুক্তরাজ্যের গ্লাসগোতে অবস্হিত। ১৯০৪ সালে এটির প্রতিষ্ঠা লগ্ন শুরু হয়। তখন এটির নাম ছিল লন্ডন এসোসিয়েশন অফ একাউনটেন্টস। পরবর্তীকালে ১৯৮৪ সালে এটি চার্টাড এসোসিয়েশন অফ সার্টিফাইড একাউনটেন্টস নাম ধারণ করে। অবশেষে, ১৯৯৬ বর্তমান নামে নামান্তর করা হয়। বর্তমানে সারা পৃথিবীজুড়ে ১৭০ টি দেশে এসিসিএ এর ৫৮৬০০০ সদস্য ও ছাত্র রয়েছে। তার মধ্যে ১৫৪,০০০ জন সদস্য এবং ৪৩২,০০০ জন ছাত্র।
সার্টিফাইড চার্টার্ড একাউন্ট্যান্ট শব্দটি স্বত্ব সংরক্ষিত শব্দ যা রয়েল চার্টার থেকে উদ্ভূত। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এই প্রতিষ্ঠানটিকে 'রাজকীয়' খেতাব প্রদাক করে। এসিসিএ এর সদস্যরাই শুধুমাত্র নিজেদের সার্টিফাইড চার্টার্ড একাউন্ট্যান্ট হিসেবে পরিচয় দিতে পারবে এবং তারা এসিসিএ এর সমস্ত নিয়ম কানুন এবং পেশাদারি নিতী মেনে চলতে বাধ্য থাকবে।
এ সি সি এ যেসব যোগ্যতা প্রদান করে থাকে তা হল:
এফসিসিএ
এসিসিএ
সিএটি
এফআইএ
এছাড়া অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি এর সহযোগিতায় বিএসসি ইন এপ্লায়েড একাউন্টিং ও এমবিএ ডিগ্রি প্রদান করা হয়।
Source: WIKIPEDIA
CA - Chartered Accountants
চাটার্ড একাউন্ট্যান্টরা (সনদপ্রাপ্ত হিসাববিদ) ব্যাবসার বিভিন্ন ক্ষেত্র যেমন হিসাব সংরক্ষন, নিরীক্ষন, অর্থায়ন, ব্যাবস্থাপনা এবং কর সংক্রান্ত কাজ করে থাকে। চাটার্ড একাউন্ট্যান্টরা সচরাচর কোন একাউন্টিং ফার্মে, সরকারি বা বেসরকারী প্রতিষ্ঠানে কিংবা নিয়োগকর্তার পক্ষে সেবা প্রদান করে আবার কোন কোন চার্টার্ড একাউনটেন্ট স্বাধীনভাবে কাজ করে থাকে।
চার্টার্ড একাউনটেন্ট সংগঠনের সদস্য হতে গেলে একজন প্রার্থীকে সংগঠনের নিয়ম অনুযায়ী কয়েক ধাপে সজ্জিত পরীক্ষায় উত্তীর্ন হতে হয় এবং একি সাথে ৩ থেকে ৪ বছরের পেশাগত প্রশিক্ষন গ্রহণ করতে হয়।
চাটার্ড একাউন্ট্যান্টরাই সর্বপ্রথম পেশাজিবী যারা যারা একটি পেশাজিবী সংগঠন তৈরী করেছিল বৃটেনে ১৮৫৪ সালে। ভারতে সর্বপ্রথম চাটার্ড একাউন্ট্যান্টদের পেশজিবী সংগঠন "দি ইনিস্টিটিউট অফ চাটার্ড একাউনটেন্টস অফ ইন্ডিয়া"(ICAI)প্রতিষ্টিত হয় ১৯৪৯ সালে এবং বাংলাদেশে "দি ইনিস্টিটিউট অফ চাটার্ড একাউন্ট্যান্টস অফ বাংলাদেশ" (ICAB) প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
Source: WIKIPEDIA