আন্তর্জাতিক তারিখ রেখাকে পানির উপর দিয়ে ১২° বেঁকে টানা হয়েছে কোথায়?
নোট
আন্তর্জাতিক তারিখ রেখাকে পানির উপর দিয়ে ১২° বেঁকে টানা হয়েছে বেরিং প্রণালীতে।
বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্চি সাগরের সঙ্গে যুক্ত করেছে।