আধুনিক ব্যবস্থাপনা কার্যাবলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
নোট
পরিকল্পনা ভবিষ্যাতের কার্যসূচি প্রণয়ন করে। ভবিষ্যাৎকে খাঁচায় ধরে রাখার নামই পরিকল্পনা (Planning)। কাজটি কখন হবে, কিভাবে হইবে, কে করবেন, কোথায় করা হবে এই বিষয়গুলি পূর্ব - নির্ধারিত পরিকল্পনার মাধ্যমেই স্থির করা হয়। তাই আধুনিক ব্যবস্থাপনা কার্যাবলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পরিকল্পনাকে বিবেচনা করা হয়।