‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার ____ কৌতূহলভরে।’ শূণ্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
নোট
১৪০০ সাল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দুইজনই লিখেছেন। তবে ‘আজ হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহলভরে।’ এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা কবিতায় রয়েছে।