আগ্নেয় শিলা কয় প্রকার?
নোট
আগ্নেয় শিলা গঠনের উপর ভিত্তি করে প্রধানত দুই প্রকার:
- বহিঃজ আগ্নেয় শিলা (এক্সট্রুসিভ বা ভলকানিক রক) : যা ভূ-ত্বকের বাইরে এসে লাভা থেকে সরাসরি দ্রুত ঘনিভূত হয়ে গঠিত হয়। যেমনঃ ব্যাসল্ট, অবসিডিয়ান, এন্ডেসাইট, ড্যাসাইট, রাইয়োলাইট, পিউমিক, স্কোরিয়া ইত্যাদি। ভলকানিক রক সাধারণত আগ্নেয়গিরির আশেপাশে মুক্ত অবস্থায় পাওয়া যায়।
- অন্তঃজ আগ্নেয় শিলা (ইন্ট্রুসিভ বা প্লুটোনিক রক) : প্লুটোনিক রক ধরণের শিলা সাধারণত লাভা আকারে বের হয়ে আসতে পারে না। এরা ম্যাগমা অবস্থাতেই ভূ-ত্বকের কাছাকাছি অভ্যন্তরেই খুব ধিরে ধিরে শিতল ও ঘনিভূত হয়ে শিলায় পরিণত হয়। এদের কে মাটির নিচে পাওয়া যায়। এজন্য এদেরকে অন্তঃজ আগ্নেয় শিলা বলা হয়। যেমনঃ গ্রানাইট, গ্যাব্রো, ডায়োরাইট, পেগম্যাটাইট, পেরিডোটাইট ইত্যাদি।