আউশ ধান ভালো হয় কোথায়?
নোট
আউশ ধান ভালো হয় দো-আঁশ মাটিতে।
আউশ ধানের একটি মৌসুমের নাম, যা বাংলাদেশেরপ্রধানত উৎপাদিত হয়। এছাড়াও এ ধান ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও অসম রাজ্যেও চাষাবাদ করা হয়ে থাকে। এ ধান বেশ পরিবেশবান্ধব ও কৃষকবান্ধবও বটে। এই ধান সাধারণত জন্মে বর্ষাকালের আষাঢ় মাসে।