অধ্যাপক রগনার ফ্রিশ অর্থনীতিকে কতভাগে ভাগ করেন?
নোট
অধ্যাপক রগনার ফ্রিশ অর্থনীতিকে ২ ভাগে ভাগ করেন। যথাঃ
১. ব্যষ্টিক অর্থনীতিঃ যেখানে ব্যক্তিগত চাহিদা,আয়,ভোগ,সঞ্চয়,বিনিয়োগ ইত্যাদি অর্থাৎ অর্থনীতির প্রতিটি একক আলাদা ভাবে বিশ্লেষণ করা হয় তাই ব্যষ্টিক অর্থনীতি।
২. সামষ্টিক অর্থনীতিঃ যে অর্থনীতিতে কোনো দেশের সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে।