“অত্যন্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
নোট
অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ "অতি + অন্ত"।
"ই"-কার কিংবা 'ঈ"-কারের পর "ই" ও "ঈ" ভিন্ন অন্য ঘর থাকলে "ই" বা "ঈ" স্থানে "য" বা য() ফলা হয়। "য"-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।