অগ্রিম শিক্ষানবিস সেলামি প্রাপ্তি রেওয়ামিলের কোন পাশে অন্তর্ভুক্ত হবে?
নোট
শিক্ষানবিস সেলামি একটি আয়বাচক হিসাব। কিন্তু যদি শিক্ষানবিস সেলামি হিসাবটি অগ্রিম হয় তবে তা আর আয় থাকে না তখন তা দায় হিসাবে রুপান্তর হয়ে যায়। আর ক্রেডিট দ্বারা দায়বাচক হিসাবসমূহকে বোঝায়। এজন্য অগ্রিম শিক্ষানবিস সেলামি প্রাপ্তি রেওয়ামিলের ক্রেডিট কলামে অন্তর্ভুক্ত হবে।