বাংলা, মাদ্রাজ ও বোম্বাইয়ে কখন ফররুখসিয়ার ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন?
নোট
বাংলা, মাদ্রাজ ও বোম্বাইয়ে ১৭১৭ সালে ফররুখসিয়ার ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন।
মুঘল সম্রাটদের মধ্যে ইনি ছিলেন নবম মুঘল সম্রাট এবং ১৭১৭ সালে একটি ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুল্ক ছাড়া বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন। সৈয়দ ভাইরা তার সময়ে ক্ষমতাশালী হয়ে উঠে। কথিত আছে যে, ১৭১২ সালে জাহান্দার শাহ (ফররুখসিয়ারের চাচা) ফররুখসিয়রের পিতা আজিম-উশ-শানকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেছিলেন।
