সুদ প্রাপ্তি /কমিশন প্রাপ্তি/অবহারে শেয়ার ইস্যু /বাট্টা – কোনটি অনগদ লেনদেন?
নোট
যে সম্পদগুলো স্বল্প সময়ে নগদে রূপান্তর করা যায় কিন্তু নগদ অর্থ নয় তাকে অনগদ লেনদেন বলে।
প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে পণ্যের চালানমূল্য বা প্রাপ্য অর্থ/পাওনা আদায়ের ক্ষেত্রে যে অর্থ মওকুফ করা হয়, তাকে বাট্টা বলে। বাট্টা একটি অনগদ লেনদেন। কারণ বাট্টা প্রাপ্তি বা প্রদান, কোনো ক্ষেত্রেই ব্যবসায়ের নগদ তহবিলের কোন পরিবর্তন হয় না।