উপযোগ সৃষ্টি/বিক্রয়ের অভিপ্রায়/মুনাফা অর্জন/দূরদৃষ্টি – কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?
নোট
ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সকল বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসায় বলে।
দূরদৃষ্টি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত।