“আহা, কি আনন্দ আকাশে বাতাসে!” – কোন ধরনের বাক্য?“আহা, কি আনন্দ আকাশে বাতাসে!” – কোন ধরনের বাক্য?
নোট
অর্থবহ কথাকেই বাক্য বলে। দুঃখ, শোক, আনন্দ, বিস্ময়, ভয়, লজ্জা, ঘৃণা, করুণা বা প্রশংসামূলক বাক্যকে বিস্ময়বোধক বাক্য বলে। যেমন: ছি! কত লজ্জা। হায়! সে কত দুখী। বাহ! পাখিটা কত সুন্দর।
আর “আহা, কি আনন্দ আকাশে বাতাসে!” যেহেতু এই বাক্যটি দ্বারা আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে তাই এই বাক্যটি একটি বিস্ময়বোধক বাক্য।