বাক্যের বিশেষ বিশেষ অর্থ বা ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
নোট
বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশের জন্য উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় তাকে স্বরভঙ্গি বলে।
প্রত্যেক ভাষার যেমন নিজস্ব গঠন কাঠামো রয়েছে তেমনি রয়েছে স্বরভঙ্গি। এতে ভাষায় ধ্বনিময় রূপের সঙ্গে আবেগের সংমিশ্রণ ঘটে। ফলে আমরা যা বুঝি এবং বোঝাতে চাই তা স্বরের বিচিত্রি ভঙ্গির মাধ্যমে প্রকাশ করি। উদাহরণ স্বরূপ বলা যায় - "কাবুলীওয়ালা" গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার মেয়ে মিনিকে 'যাও' বলেন মিনি তখনও তার চারপাশে ঘুর ঘুর করতে থাকে এবং নানা রকম প্রশ্ন করে। আর অফিসের বড় বাবু যখন তার বেয়ারাকে 'যাও' বলেন। তখন সে আর সেখানে দাঁড়ায় না। কাজেই এই দুই 'যাও'-এর মধ্যের পার্থক্যটা হচ্ছে স্বরের নিয়ন্ত্রণ। বাচন কুশলতায় একটি আবশ্যিক দিক। সরব পাঠের মাধ্যমে এটা রপ্ত করা সম্ভব।