প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কী পরিবর্তন হয়?
নোট
যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা উদ্ধরণ চিহ্ন (‘ ’/“ ”)-এর মধ্যে থাকে এবং বক্তার কথা উদ্ধৃত করার আগে কমা (,) ব্যবহার করা হয়। এগুলো দেখে সহজেই প্রত্যক্ষ উক্তি চেনা যায়।
প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে উক্তির কালের কোনো পরিবর্তন হয় না। যেমন-
প্রত্যক্ষ উক্তিঃ খোকন বলেছিল, ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।’
পরোক্ষ উক্তিঃ খোকন বলেছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।
অর্থাৎ, প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের পরিবর্তন হয় না।