কখন কন্ট্রা এন্ট্রি দিতে হয়?
নোট
যে সমস্ত দফা বা এন্ট্রি দু'ঘরা এবং তিনঘরা নগদান বইয়ের উভয়দিকে বসে তাকে কন্ট্রা এন্ট্রি বলে। যেমন; নগদ টাকা ব্যাংকে জমা - এই দফাটি দু'ঘরা এবং তিনঘরা নগদান বইয়ের উভয়দিকে বসে বলে এই দফাটির কন্ট্রা এন্ট্রি করা হয়।